ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত শরীয়তপুর

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নসিমনের নিচে চাপা পড়ে জাহানারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নসিমনের নিচে চাপা পড়ে জাহানারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

 

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের কীর্তিনাশা নদীর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

 

জাহানারা বেগম নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাশতলা এলাকার আব্দুল খালাসীর স্ত্রী।

আব্দুল খালাসী বাংলানিউজকে জনান, সকালে জাহানার উপজেলার ইশ্বরকাঠি গ্রামে যাচ্ছিলেন। পথে কীর্তিনাশা নদীর ব্রিজের ওপর পৌঁছালে একটি নসিমনের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বিএসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।