ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘনকুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

মানিকগঞ্জ: ঘনকুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

 


পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বাংলানিজকে জানান, ঘনকুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় ভোর ৫টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু করা হয়।  

তিনি আরও জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এখন ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে অপেক্ষায় থাকা গাড়ির সংখ্যা কমছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।