ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এমপি লিটনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এমপি লিটনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা: গাইবান্ধার সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও শোক প্রকাশ করেন।

বঙ্গভবন প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

শোক বিবৃতিতে লিটনের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফেরাতও কামনা করেন রাষ্ট্রপতি।

সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হন লিটন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার লিটনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এমইউএম/জিপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।