ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে পিস্তল, গুলি ও বিয়ারসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
না’গঞ্জে পিস্তল, গুলি ও বিয়ারসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে ফারুক হোসেন (২৫) নামে এক যুবককে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও বিয়ারসহ গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফারুক চরকিশোরগঞ্জ এলাকার শাহজালালের ছেলে।

ডিবি পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে ডিবির উপ-পরিদর্শক সেলিম মিয়া, আসাদুজ্জামান ও নজরুল ইসলামের নেতৃত্বে অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনারগাঁও শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকা থেকে ফারুককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৪ কেস বিয়ার উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।