বরিশাল নদীবন্দরের পল্টুনে কীর্তনখোলা-১, অ্যাডভেঞ্চার-১, সুরভী ৭, পারাবত ১০ ও ১২ নামের লঞ্চগুলো নোঙর করে রাখা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জাহাজ মধুমতি ও বরিশাল ঘাটে নোঙর করে রাখা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ওই লঞ্চগুলো যাত্রী নিয়ে পর্যায়ক্রমে বরিশাল নদীবন্দর ত্যাগ করার কথা ছিল।
বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু বাংলানিউজকে জানান, বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি বরিশাল থেকে ঢাকাগামী কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে লঞ্চ না চালানোর এ সিদ্ধান্ত দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এদিকে দূর-দুরান্ত থেকে আসা যাত্রীরা লঞ্চ চলাচল বন্ধ থাকার বিষয়টি জানতেন না তাই এ সব যাত্রীরা ঘাটে এসে বিপাকে পরে ঘাটের আশপাশের হোটেলগুলোতে অবস্থান করছেন।
অপরদিকে পটুয়াখালী ও ঝালকাঠি থেকে দুটি করে লঞ্চ ঢাকায় যাওয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞা থাকার কারণে লঞ্চগুলো স্ব স্ব ঘাটে অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ২১২২ অক্টোবর ২১, ২০১৭
এমএস/আরআইএস/