শনিবার (২১ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভার প্রধান অতিথি এ কেএম শহীদুল হক বলেন, পুলিশের ভাবমূর্তি বাড়াতে পুলিশ সদস্যদের জনবান্ধব হিসেবে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া।
এ সময় অন্যদের মধ্যে সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানসহ এসএমপি, জেলা পুলিশ, র্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এনইউ/এমএ