ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে অবৈধ অস্ত্র উদ্ধারে আইজিপির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
সিলেটে অবৈধ অস্ত্র উদ্ধারে আইজিপির নির্দেশ সিলেটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশের মহাপরিদর্শক এ কেএম শহীদুল হক। ছবি:বাংলানিউজ

সিলেট: সিলেটে অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)  এ কে এম শহীদুল হক।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভার প্রধান অতিথি এ কেএম শহীদুল হক বলেন, পুলিশের ভাবমূর্তি বাড়াতে পুলিশ সদস্যদের জনবান্ধব হিসেবে কাজ করতে হবে।

যে সব এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লোকজন দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হয়, সেসব এলাকার অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া।

এ সময় অন্যদের মধ্যে সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানসহ এসএমপি, জেলা পুলিশ, র্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।