শনিবার রাত ৯ টার দিকে মাওয়া থেকে বরিশালগামী বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাসের সাথে উজিরপুরগামী সেবা পরিবহন নামের অপর একটি বাসের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, শনিবার (২১ অক্টোবর) রাতের ওই দুর্ঘটনায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বাবুগঞ্জের দুর্ঘটনায় আরিফ, ইসহাক, এনায়েত, সোহেল, জসিমসহ ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
বাংলাদেশ সময় : ০৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এমএস/আরআই