মিন্টু বসুর স্মরণে বরিশালে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়
বরিশাল: প্রয়াত লেখক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও নাট্যকার শ্রী মিন্টু বসুর স্মরণে বরিশালে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর ) সন্ধ্যায় নগরের অশ্বিণী কুমার হলে এ শোক সভার আয়োজন করা হয়।
শুরুতে প্রয়াত মিন্টু বসুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। নাগরিক শোকসভা আয়োজক কমিটির আহ্বায়ক এসএম ইকবাল এতে সভাপতিত্ব করেন।
স্মরণ অনুষ্ঠানে মিন্টু বসুর স্ত্রী কল্পনা বসু, একমাত্র কন্যা মুক্তি বসু এবং রাজনৈতিক ও সুধীজনরা অংশ নেন।
বক্তারা বলেন, মিন্টু বসুর ভেতর দ্রোহ ছিল। যে কোন অন্যায়ের প্রতিবাদে তিনি সাহসী ভূমিকা পালন করতে পারতেন। বরিশালে নাগরিক সমাজের যে কোন আন্দোলন সংগ্রামে তার অগ্রণী পদচারণা সাহস যোগাতো অধিকার আদায়ের ক্ষেত্রে। তিনি সকল কাজে প্রেরণা হয়ে সবার হৃদয়ে থাকবেন পথ চলার আলোকবর্তিকা হয়ে।
বাংলাদেশ সময় : ০৬২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এমএস/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।