বরিশাল থেকে নৌযান চলাচল স্বাভাবিক। ছবি: বাংলানিউজ (ফাইল ফটো)
বরিশাল: আবহাওয়ার উন্নতি হওয়ায় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। এতে বরিশাল থেকে দূরপাল্লার নৌযান চলাচল শুরু হয়েছে।
রোববার (২২ অক্টোবর) বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু বাংলানিউজকে জানান, আবহাওয়ার উন্নতি হওয়ায় সকাল ৭ টা থেকে বরিশাল-ভোলা নৌ রুটে ৬৫ ফুটের উপরে নৌ-যান চলাচলের অনুমতি দেওয়া হয়।
পরবর্তীতে সারাদেশে দূরপাল্লার সব রুটের নৌযান চলাচল স্বাভাবিকের ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এদিকে ইলিশা থেকে মজুচৌধুরীর হাট রুটে নৌ- চলাচলের অনুমতিও দেওয়া হয়েছে। তবে বরিশালের মেহেন্দিগঞ্জ রুটে কিছু ছোট লঞ্চ রয়েছে, যাদের চলাচলের অনুমতি এখনও দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এমএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।