শনিবার (২১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বিষ্ণুপুর পিকনিক স্পট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলা মধুপুর ইউপির বাওচন্ডির লিয়াকত মাস্টারের ছেলে রেজাউল করিম (৩৮) ও উত্তর বাওচন্ডি নয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া মিয়া (৩৫)।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর পিকনিক স্পট থেকে ওই দুই মাদক বিক্রেতাকে পাঁচ পিস ইয়াবাসহ আটক হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি আখতারুজ্জামান।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আরআইএস/