ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় অস্ত্র-গুলিসহ দুই দুর্বৃত্ত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
দীঘিনালায় অস্ত্র-গুলিসহ দুই দুর্বৃত্ত আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বানছড়া এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ দুই দুর্বৃত্তকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী।

আটককৃতরা হলেন- বিভূরঞ্জন চাকমা ওরফে রমেশ (৬০) এবং অমর চাকমা (৫৮)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


 
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দীন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ অক্টোবর) ভোরে উপজেলার বানছড়া এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।