রোববার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, এডিশনাল এসপি শরফুদ্দিন আহম্মেদ, সহকারী এসপি (ট্রাফিক) আব্দুল রশিদ, বিআরটিএ সহকারী পরিচালক মো. আব্দুল খালেক প্রমুখ।
সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ চালকদের উদ্দেশে বলেন, আপনাদের নিয়ন্ত্রণে বাসের আরোহীরা থাকে। গাড়ি নিরাপদে চালাবার দায়িত্ব আপনার।
বেশি স্প্রিডে গাড়ি না চালানো এবং ওভারটেকিং না করার আহবানও জানান পুলিশ সুপার আব্দুর রশিদ।
জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, দেশে এই প্রথম নিরাপদ সড়ক দিবস পালন করা হচ্ছে। দেশে রাস্তার চেয়ে যানবাহন বেশি। চালকরা নিয়ম মেনে রাস্তায় গাড়ি চালালে দুঘর্টনা কমে যাবে। নিজেই যদি সচেতন না থাকি, তাহলে কিন্তু দুর্ঘটনা কমবে না।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আরআইএস/