ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ১০ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
মুন্সীগঞ্জে ১০ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ অভিযান শেষে জব্দকৃত জাল ধলেশ্বরী নদীর পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয়।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। 

রোববার (২২ অক্টোবর) ভোরে এ অভিযান চালানো হয়।  

মা ইলিশ রক্ষার্থে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পদ্মা, মেঘনাসহ বিভিন্ন নদীতে মাছ ধরা নিষিদ্ধ।

নিষেধাজ্ঞার শেষ দিন মুন্সীগঞ্জের বকচর, চর ঝাপটার এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল আটক করা হয়।  

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, ভোরে আইন অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকার করতে কারেন্ট জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিল জেলেরা। এসময় পুলিশ সেখানে অভিযানে গেলে তারা জাল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ১০ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।  

তিনি আরো জানান, অভিযান শেষে জব্দকৃত জাল ধলেশ্বরী নদীর পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয়। এসময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।