রোববার (২২ অক্টোবর) দুপুরে সখীপুর-সাগরদিঘী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমানের বাড়ি কচুয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আবদুর রহমান রাস্তা পার হওয়ার সময় কচুয়া থেকে সখীপুরগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসআই