রোববার (২২ অক্টোবর) বেলা ১২টায় খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খাগড়াছড়ি জেলা ইউনিট। এতে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল বাশার।
এতে বলা হয়, জাতীয়করণ করা কলেজের শিক্ষকরা ক্যাডারভুক্ত হলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নতুন প্রজন্মের মেধাবী শিক্ষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া বর্তমানের বিএসএস শিক্ষা ক্যাডারের সিনিয়র জুনিয়রসহ ১৬ হাজার শিক্ষক সংখ্যালঘু পরিণত হবে। এতে ক্যাডারের শৃঙ্খলায় বিপর্যয় নিয়ে আসবে।
সংবাদ সম্মেলন থেকে জাতীয়করণের আদেশ জারির আগে বিধিমালা প্রণয়ন, ১২টি মডেল কলেজের শিক্ষকদের বিধিমালার আওতায় আনাসহ চার দফা দাবি দেওয়া হয়।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলমগীর, কলেজের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. আহসান পারভেজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আরআর