রোববার (২২ অক্টোবর) দুপুরে কোটালীপাড়া থানায় এ ঘটনা ঘটে। হাবিব শেখ কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের আ. মালেক শেখের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বাংলানিউজকে বলেন, দুপুরে হাবিব শেখ আমাকে মাসে ৪০ হাজার টাকা ঘুষ দিবে বলে প্রস্তাব দেন। বিনিময়ে তাকে কুরপাড়া গ্রামে একটি জুয়ার আসর বসানোর সুযোগ করে দিতে হবে। এ প্রস্তাবের কারণে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
টিএ