রোববার (২২ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির খুলনা জেলা ইউনিটের সভাপতি প্রফেসর টি এম জাকির হোসেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিটের সাধারণ সম্পাদক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।
এ সময় বক্তৃতা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) খুলনা বিভাগীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলমসহ ইউনিটের নেতারা।
বক্তারা বলেন, জাতীয়করণের আদেশ জারির আগের বিধিমালা প্রণয়ন করতে হবে। সরকারি কর্মকমিশন গৃহিত প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ ছাড়া অন্য কোনো পথে কোনো ব্যক্তিকে ক্যাডারভুক্ত করা যাবে না। সম্প্রতি সরকারিকরণ করা ১২টি মডেল কলেজের শিক্ষকদেরও অনুরুপ বিধিমালার আওতায় আনতে হবে।
মতবিনিময় সভায় ১৬ নভেম্বরের মধ্যে জাতীয়করণের জন্য ঘোষিত বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য বিধিমালা জারি না করা হলে ১৭ নভেম্বর ঢাকায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকে মহাসমাবেশ ডেকে পরবর্তীতে কঠোর কর্মসূচির দেওয়া হবে বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এমআরএম/জেডএস