রোববার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। রিমন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রিমন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের অনুসারী জোবায়ের, বিপুল, অনিক রিয়নসহ ১০ থেকে ১২ জন তার পথরোধ করেন। এসময় ছাত্রলীগ কর্মীরা রিমনকে শিবিরকর্মী বলে জেরা করতে থাকেন। রিমন অস্বীকার করলে ছাত্রলীগ কর্মীরা তাকে ব্যাপক মারধর করে। পরে সেখানে থাকা অন্যন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেন।
ছাত্রলীগ কর্মীদের অভিযোগ, রিমন ছাত্রলীগের বিরুদ্ধে ফেসবুকে কটুক্তিমুলক পোস্ট দেন। তবে রিমনের ফেসবুক প্রোফাইলে চেক করে কোনো সত্যতা মেলেনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বাংলানিউজকে বলেন, রিমন শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। ফেসবুকে তিনি ছাত্রলীগ কর্মীদের রগ কেটে দেওয়ার হুমকি দিলে ছাত্রলীগ কর্মীরা তাকে মারধর করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাটি আমি শুনেছি। উভয়ের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জেনে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এনটি