ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে খেলনা বিক্রেতার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে খেলনা বিক্রেতার মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব খান (৪৫) নামে এক খেলনা বিক্রেতার মৃত্যু হয়েছে।

মোতালেব খান পটুয়াখালী সদর উপজেলার সৌলা গ্রামের মৃত আমজাদ আলী খানের ছেলে।

রোববার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে কদমতলীর রায়েরবাগ মেরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মোতালেবের ভাতিজা সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে বাসার সামনে জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন মোতালেব খান। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন এলাকায় খেলনা বিক্রি করতো মোতালেব খান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।