ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শিক্ষক-সাংবাদিকদের মধ্যে মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
বগুড়ায় শিক্ষক-সাংবাদিকদের মধ্যে মতবিনিময় ছবি: আরিফ জাহান / বাংলানিউজ

বগুড়া: বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতির নির্দেশনা অন্তর্ভুক্ত করে বিধিমালা জারির দাবি-ধাওয়া নিয়ে বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিটের নেতারা।

রোববার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা হয়।  
 
সভায় বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বগুড়া জেলা ইউনিটের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস-উল আলম, সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. কামরুল সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. এনামুল হক, আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক প্রমুখ।

 
 
সভায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান ছাড়াও সমিতির জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এমবিএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।