রোববার (২২ অক্টোবর) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি জানান, রাজধানীর গুলশান ভাটারার মাসুদ রানা ও প্রীতি আক্তার কুয়ালালামপুর থেকে বিমানের বিজি০৮৭ ফ্লাইটে সকালে শাহজালালে অবতরণ করেন।
মইনুল খান আরও জানান, জব্দকৃত সিগারেটগুলো ব্লাক ব্র্যান্ডের। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায়না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুল্ককরসহ জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ১৮ লাখ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২২,২০১৭
এসজে/জেডএস