রোববার (২২ অক্টোবর) ভোর রাত থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
আটক জেলেরা হলেন- হবিবর (৩২), দুলাল হোসেন (৬০), রফিক (৩৫), হোসেন আলী (৩৮), মনির হোসেন (৫০) ও সাইদুল ইসলাম (৪৫)।
পাবনার সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, ভোর থেকে সুজানগর ও আমিনপুর থানা এলাকার পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে কারেন্ট জাল, ইলিশ মাছসহ ছয় জেলেকে আটক করা হয়।
জব্দকৃত কারেন্ট জাল নাজিরগঞ্জ ঘাট ও ঢালারচর এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অপরদিকে মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অভিযানের শেষ দিন হওয়ায় আটকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এনটি