ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) রাতে জেলা শহরের ৮ নং ওয়ার্ড হয়বতনগর সাহেব বাড়ি মসজিদের পাশে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গনি ঢালী লিমন।

এসময় উপস্থিত ছিলেন-আওয়ামী নেতা মীর মোবারক আলী বাচ্চু, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মনির, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. হাদি মিয়া, জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ইয়াছিন আরাফাত বাবু, স্কুল বিষয়ক উপ সম্পাদক ফয়সাল আহমেদ অভি, সহ সম্পাদক বুরহানুল ইসলাম শুভ, উপ প্রচার সম্পাদক অতুল চক্রবর্ত্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।