বুধবার (২৬ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়। এরা হলো মো. জহির উদ্দীন (২২), মো. সেলিম (২৯) ও মো. আলম (৩৫)।
র্যাব -৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে মাদক বোঝাই একটি কাভার্ডভ্যানসহ তিন পাচারকারীকে আটক করা হয়।
আটক পাচারকারীরা বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর চট্টগ্রামের মিরসরাই থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এসএইচডি/আরএ