ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জোরারগঞ্জে ৪শ’ বোতল ফেনসিডিলসহ ৩ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জোরারগঞ্জে ৪শ’ বোতল ফেনসিডিলসহ ৩ পাচারকারী আটক জোরারগঞ্জে ৪শ’ বোতল ফেনসিডিলসহ ৩ পাচারকারী আটক, ছবি: বাংলানিউজ

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ৪শ’ বোতল ফেনসিডিল ও কাভার্ডভ্যানসহ ৩ পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব-০৭) ফেনী ক্যাম্পের সদস্যরা।

বুধবার (২৬ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়। এরা হলো মো. জহির উদ্দীন (২২), মো. সেলিম (২৯) ও মো. আলম (৩৫)।

র‍্যাব -৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে মাদক বোঝাই একটি কাভার্ডভ্যানসহ তিন পাচারকারীকে আটক করা হয়।

আটক পাচারকারীরা বর্তমানে র‍্যাবের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর চট্টগ্রামের মিরসরাই থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এসএইচডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।