শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আমিনুরকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
আরবি/