বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নোয়াপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানায়, রাতে নোয়াপাড়া গ্রামের রবিউল্লা মিয়ার বাড়িতে একদল ডাকাত ঢুকে বাড়ির লোকজনদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কাকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাড়ির মালিক রবিউল্লা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
আরবি/