ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে যমুনা নদীতে সূর্য পূজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
সিরাজগঞ্জে যমুনা নদীতে সূর্য পূজা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে সূর্য পূজা পালন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।

শুক্রবার (২৭ আগস্ট) ভোর থেকে যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকায় শত শত ভক্ত ও পূণ্যার্থীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ পূজা পালন করেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে পূজারীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যমুনা নদীর তীরে উপস্থিত হয়ে পূজা-অর্চনা করেন।

বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত ভক্ত ও পূণ্যার্থীরা নদীর জলে দাঁড়িয়ে সূর্যদেবের আরাধনা শেষে সূর্য অস্তের পর ফিরে যান। শুক্রবার ভোরে সূর্য স্নানের মধ্য দিয়ে এ পূজার শেষ হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ গৌর বাংলানিউজকে জানান, প্রতিবছর কালি পূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট এবং মনোবাসনা পূরণের লক্ষ্যে এ পূজা করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।