শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলা হাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। নাফিজ ওই এলাকার আশাদুল হকের ছেলে।
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বাংলানিউজকে জানান, বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় নাফিজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
আরএ