শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মালপত্রসহ শহরের মালনী ও ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন-শহরের মালনী এলাকার মো. নুরু মিয়ার ছেলে চোর সাজ্জাদ হোসেন (২৬), ইসলামপুর এলাকার শাহ্ আলমের ছেলে রুহুল আমীন (২৫)।
এদিকে আটক চোরাইমাল ক্রেতারা হলেন-ইসলামপুর এলাকার জামাল উদ্দিন (৩২) ও তার স্ত্রী শাহজাদি বেগম (২৮)।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজে জানান, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরীর নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে চক্রটিকে আটক করা সম্ভব হয়েছে। তাদের ধরতে বৃহস্পতিবার গভীর রাত থেকে অভিযান চলছিল। রাতেই দুই চোরকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার ভোর থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে স্বর্ণালঙ্কার ও শহরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মালপত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালপত্রের মধ্যে রয়েছে এক জোড়া হাতের বালা, একটি গলার হার, এক জোড়া বেঙ্গল, একটি মঙ্গলসূত্র, চার জোড়া কানের দুল, একটি রুপার মঙ্গলসূত্র, এক জোড়া নুপুর, একটি কম্বল, একটি রঙিন টিভি, আটত্রিশ পিস শাড়ি ও নতুন একশো পিস টুথব্রাশ।
চোরদের দেয়া তথ্যমতে সাতপাই, রেলক্রসিং ও বড়বাজার এলাকা থেকে তারা এসব মালামাল চুরি করে। এদের বিরুদ্ধে থানায় এর আগে একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
আরএ