ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সবুজ ওরফে হানিফকে (৩৫)গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। 
এ মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার দেওভোগ নাকবাড়ি এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়।

হানিফ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পুরান বন্দর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

তিনি দেওভোগ নাকবাড়ি এলাকার লিয়াকত ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতেন।  

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদ মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০০৪ সালে বন্দর থানার একটি হত্যা মামলায় হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আদালতের রায়ের পর দীর্ঘদিন পলাতক ছিলেন হানিফ। আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দিয়ে ওয়ারেন্ট ইস্যু করেন। পরে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দেওভোগ নাকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এসআরএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।