ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রাম প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
কুড়িগ্রাম প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসব সুবর্ণজয়ন্তী উৎসবে র‌্যালি-ছবি-বাংলানিউজ

কুড়িগ্রাম: বর্ণাঢ্য র‌্যালি, বেলুন উড়ানো, কেক কাটাসহ নানা আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসব পালন করা হয়েছে। ১৯৬৭ সালের এই দিনে কুড়িগ্রাম প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

পরে প্রেসক্লাব চত্বরেই ৫০ বছর পূর্তিতে কেক কাটা এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের ইতিহাসসহ বর্তমান ৩৭ সদস্যসহ প্রয়াত সাংবাদিকদের সংক্ষিপ্ত পরিচয় সমন্বিত স্যুভেনিরের মোড়ক উন্মোচন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, জেলা প্রসাশক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, কুড়িগ্রামস্থ ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আওয়াল উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম সামিউল হক নান্টু, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এফইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।