শুক্রবার (২৭ অক্টোবর) ভুক্তভোগী শিক্ষক মশিয়ার রহমান বাদী হয়ে আটজনকে আসামি করে চৌগাছা থানায় মামলা দায়ের করেন।
চৌগাছা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা অনিল মুখার্জি বাংলানিউজকে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আসামিরা হলেন, উপজেলার গয়ড়া গ্রামের ইসলামের ছেলে মজনু (৪৫), একই গ্রামের মজনুর ছেলে শামীম (২৫), দুঃখের ছেলে মুন্তাজ আলী (৪২), মৃত-জলিলের ছেলে শুকুর আলী (৩৫), ইন্তাজ আলী (৩৮), জব্বারের ছেলে আলম (৪০), মৃত শামসুলের ছেলে শামিনুর (৩০) ও মংলার ছেলে রোস্তম আলী।
সংশ্লিষ্টরা জানান, ওই শিক্ষকের ভাতিজার কাছ থেকে একলাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় শিক্ষকের ভাই থানায় মামলা করেন। সম্প্রতি আসামিরা আদালত থেকে জামিনে এসে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ভাইকে দিয়ে মামলা প্রত্যাহারের জন্য শিক্ষক মশিয়ারকে হুমকি-ধামকি দেন।
এতে রাজি না হওয়ায় মেহগনি গাছে বেঁধে তাকে মারপিট করে আসামিরা। এ সময় তাকে বাঁচাতে গেলে বৃদ্ধা মা মোমেনা খাতুন, স্ত্রী রুমা আক্তার এবং ফিরোজ খান নামে আরেকজনকেও বেদম মারপিট করেন তারা। সেই থেকে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আগে প্রকাশিত সংবাদ:
চৌগাছায় শিক্ষককে গাছে বেঁধে মারধর
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমজেএফ