শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে রূপনগরের দুয়ারীপাড়া এলাকার একটি বাসার মেঝে খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়।
ডিবির পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, আবুল কালাম নিখোঁজের পর গত ৫ জুলাই তার পরিবারের পক্ষ থেকে রূপনগর থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়।
শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানায়, আবুল কালাম এবং শামীম বন্ধু ছিলেন। গত পহেলা বৈশাখের পরের দিন ভোটানিক্যাল গার্ডেনে আবুল কালামকে খুন করেন শামীম ও তার সহযোগীরা। পরে মরদেহটি তার নিজ বাসার মেঝেতে পুঁতে ফেলেন।
আর্থিক লেনদেন বা নারীঘটিত কোনো বিরোধের জেরে আবুল কালামকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
পিএম/ওএইচ/