ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ছয়মাস আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ছয়মাস আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার

ঢাকা: রাজধানীর রূপনগর এলাকা থেকে ছয়মাস আগে নিখোঁজ হওয়া আবুল কালাম আজাদ (১৯) নামে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে রূপনগরের দুয়ারীপাড়া এলাকার একটি বাসার মেঝে খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়।

ডিবির পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, আবুল কালাম নিখোঁজের পর গত ৫ জুলাই তার পরিবারের পক্ষ থেকে রূপনগর থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়।

মামলার সূত্র ধরে মূল আসামি মো. শামীমকে (২০) এক সহযোগীসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার শামীমের ভাড়া বাসার মেঝে খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।

শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানায়, আবুল কালাম এবং শামীম বন্ধু ছিলেন। গত পহেলা বৈশাখের পরের দিন ভোটানিক্যাল গার্ডেনে আবুল কালামকে খুন করেন শামীম ও তার সহযোগীরা। পরে মরদেহটি তার নিজ বাসার মেঝেতে পুঁতে ফেলেন।

আর্থিক লেনদেন বা নারীঘটিত কোনো বিরোধের জেরে আবুল কালামকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।