ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ সংবাদ সম্মেলন

বরিশাল: বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিপক্ষ প্যানেলের পক্ষে কাজ করায় এক ব্যক্তিকে মারধর করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজানের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন একই এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেরে জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জাহাঙ্গীর বলেন, বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে একটি প্যানেলের পক্ষে আমি ও আমার ভাই আবদুল সালাম কাজ করি।

এতে দাড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজান ক্ষিপ্ত হয়ে ৩ অক্টোবর আমাকে ও আমার ভাইকে কৌশলে ডেকে নিয়ে ব্যাপক মারধর করেন।  

ওই ঘটনায় ৫ অক্টোবর বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করার পর থেকেই চেয়ারম্যানের সহযোগীরা মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছেন। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দিচ্ছেন তারা।

অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে কামরুজ্জামান মিজান বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। এগুলো বদনাম রটানো ছাড়া আর কিছুই নয়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।