শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খাজা রহমত উল্লাহর জন্য শোকসভায় এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, ২০০৭ সালে চক্রান্ত করে আমাদের দু’জনকে বিতাড়িত করা হয়েছিল।
তিনি বলেন, তার কোনো রোগ ছিল না। তিনি হাসতেন মিষ্টিভাবে। হাঁটতেন দৃপ্ত পায়ে। তিনি আমার চেয়ে অনেক উঁচুমানের মানুষ ছিলেন। তার জীবনটাই উৎসর্গ হয়েছে হকির জন্য।
শোকসভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খাজা রহমত উল্লাহর স্ত্রী রহমত উল্লাহ নাদিরা, বড় ভাই খাজাআজমত উল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এএ