ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৬৬ লাখ টাকার স্বর্ণ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
শাহজালালে ৬৬ লাখ টাকার স্বর্ণ জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৬৬ লাখ ৭০ হাজার টাকার ১২টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড.মইনুল খান।
 
তিনি জানান, শুক্রবার বিকেলে সৌদি আরব থেকে আসা সাত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩৩৪ গ্রাম স্বর্ণেরবার জব্দ করা হয়।

যাত্রীরা হলেন- কেরানীগঞ্জের কামাল হোসেন (৩৪), আকতার হোসেন (৪২), কুমিল্লার আহসান (৩২), রুহুল আমিন (৪৮), নরসিংদীর সাইফুল ইসলাম (৩৫), মুন্সিগঞ্জের আবুল (৩৯) ও শরীয়তপুরের মিন্টু (৪৮)।

মইনুল খান বলেন, যাত্রীরা সবাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৪০ ফ্লাইটে সৌদি আরব থেকে শাহজালালে অবতরণ করেন। গ্রিন চ্যানেল অতিক্রম করে যাওয়ার সময় তাদের কাছ থেকে এ স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। ঘোষণা ছাড়াই স্বর্ণগুলো আনা হয়েছে। জব্দকৃত স্বর্ণের মূল্য ৬৬ লাখ ৭০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এসজে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।