শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি স্যানিটারি হাউজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ময়নামতি এলাকায় সিলেটগামী বেপোরোয়া গতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারসহ ঘাতক ট্রাকটিকে আটক করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করে।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব জানান, নিহত ব্যক্তিটি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক। তবে তার বিস্তারিত নাম-ঠিকানা জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এসএইচ