ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় পুলিশকে মারধরের ঘটনায় আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
শার্শায় পুলিশকে মারধরের ঘটনায় আটক ৫

বেনাপোল(যশোর): যশোরের শার্শা সীমান্তে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের দুই সহকারী উপপরিদর্শক গুরুতর আহতের ঘটনায় এক ইউপি সদস্যসহ ৫ জনকে আটক করা হয়েছে। আহত পুলিশ কর্মকর্তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শার্শার ট্যাংরালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শার্শা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন ও কামরুজ্জামান।

আহত পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন জানান, আমি ও আরো ৪ জন অভিযান চালিয়ে একশ’ বোতল ফেনসিডিলসহ দুখে (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করি। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। এতে লাঠির আঘাতে তার মাথা ফেটে যায় ও সন্ত্রাসীদের কামড়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।  

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মোজাম গাজী নামে এক ইউপি সদস্যসহ অভিযুক্ত ৫ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এজেডএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।