শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের বাজারে এ পালানোর ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত শামীম ফরাজী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, শামীমের বিরুদ্ধে ঢাকার একটি ও মেরিন আদালতের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সন্ধ্যায় তাকে গ্রেফতার করে থানায় আনা হচ্ছিল। পথে নেয়ামতি বাজারে এলে হাতকড়া পড়া অবস্থায় কৌশলে পালিয়ে যান তিনি। পালানোয় সাহায্য করার অভিযোগে এসময় সেখান থেকে রুবেল ও শাহজাহান ফরাজী নামে দুইজনকে আটক করা হয়। পরে কমিউনিটি পুলিশের সদস্য জয়নালের সহযোগিতায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ০৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমএস/এসআই