শুক্রবার (২৭ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার মন্ডলপাড়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে মো. মশিউর রহমান (৩৬) ও মো. আব্দুল হামিদের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)।
র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুস সাকিব বাংলানিউজকে জানান, মশিউর ও আনোয়ার দীর্ঘদিন ধরে মাদকের বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার রাতে রেলওয়ে স্টেশন শৌচাগারের কাছে অভিযান চালানো হয়। এসময় ২৯০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসআই