শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে ওই এলাকার বিউটি গলির কুমিল্লা বেকারির টিনসেড ঘরের দোতলা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-মো. ইব্রাহিম (৩০), মো. বিল্লাল (৩০), মো. সোহাগ (২৬), আব্দুল্লাহ (১৮), মো. আল-আমিন (২৫), মো. আমির হামজা (২৪) ও মো. সুজন মিয়া (২৭)।
তাদের বিরুদ্ধে রাতেই কোতোয়ালি মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি’র উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার গোমস্তা।
বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমএস/এসআই
।