ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ডিবি’র অভিযানে ৭ জুয়াড়ি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বরিশালে ডিবি’র অভিযানে ৭ জুয়াড়ি আটক আটক ৭ জুয়াড়ি

ব‌রিশাল: বরিশাল নগরের দক্ষিণ চকবাজার এলাকায় অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে এক বান্ডল তাস ও জুয়া খেলার তিন হাজার ৫২০ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে ওই এলাকার বিউটি গলির কুমিল্লা বেকারির টিনসেড ঘরের দোতলা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মো. ইব্রাহিম (৩০), মো. বিল্লাল (৩০), মো. সোহাগ (২৬), আব্দুল্লাহ (১৮), মো. আল-আমিন (২৫), মো. আমির হামজা (২৪) ও মো. সুজন মিয়া (২৭)।



তাদের বিরুদ্ধে রাতেই কোতোয়ালি মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি’র উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার গোমস্তা।
 

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭

এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।