ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চুরির অভিযোগে কিশোরীর গায়ে আগুন, ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
চুরির অভিযোগে কিশোরীর গায়ে আগুন, ঢামেকে মৃত্যু

ঢাকা: নরসিংদীর শিবপুর উপজেলার খৈনকুর গ্রামে আজিজা খাতুন নামে এক কিশোরীকে মোবাইল চুরির অভিযোগ এনে তার চাচির নির্দেশে হাত-পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে আজিজা খাতুনের গায়ে আগুন দেওয়া হয়। পরে তার স্বজনরা মুমূর্ষু অবস্থায় আজিজাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

 ৯৬ শতাংশ বার্ন নিয়ে শনিবার (২৮ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আজিজার বাবা আবদুস সাত্তার বাংলানিউজকে বলেন, কিছুদিন আগে আজিজার চাচি বিউটির একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এরপর থেকে আজিজাকে সন্দেহ করেন তিনি এবং বাড়িতে এসে তাকে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেন।

তিনি আরও বলেন, ঘটনার সময় আমি ও আমার স্ত্রী রেহানা বেগম বাড়িতে ছিলাম না। আমার মেয়ে মৃত্যুর আগে বলে গেছে বিউটি চাচির দেখানো লোকজন আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আমার গায়ে আগুন দিয়েছে।

‘মৃত্যুর আগে আমার মেয়ে বলে গেছে, বাবা গো আমি মরে যাবো, আমি মোবাইল চুরি করিনি, চাচির ভাইয়ারা আমাকে তুলে নিয়ে গায়ে আগুন দিয়েছে’ বলে কান্নায় ভেঙে পড়েন নিহত কিশোরীর বাবা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহতের স্বজনরা কিশোরী আজিজার গায়ে আগুন দিয়েছে বলে আমাদের কাছে অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭/আপডেট: ০৯১০ ঘণ্টা
এজেডএস/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।