বিক্রেতারা বলছেন, গেল সপ্তাহের টানা দু'দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে চাষি ও ব্যবসায়ীদের। যা পুষিয়ে নিতেই চড়া পাইকারি বাজার।
সরেজমিনে শনিবার (২৮ অক্টোবর) বাজার ঘুরে দেখা গেছে, সিমের দাম কেজিতে ১৫০ থেকে ১৬০ টাকা। পাইকারি দাম কেজি প্রতি ১২০ থেকে ১৩০ টাকা। গোল বেগুন কেজি প্রতি ৭০ টাকা ও লম্বা বেগুন ৮০ টাকা; পাইকারি দর যথাক্রমে ৫৫ থেকে ৬০ টাকা।
ঢেঁড়শ কেজি প্রতি ৭০, পাইকারি দর ৬৫ টাকা। করলাও একই দামে বিক্রি হচ্ছে। গাঁজর কেজিতে ১শ’ টাকা; পাইকারি ৮৫ থেকে ৯০টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা; পাইকারি ৫০ থেকে ৫৫ টাকা। লাউ বিক্রি হচ্ছে প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায়; পাইকারি ৪৫ থেকে ৫০ টাকা। কুমড়াও একই দরে বিক্রি হচ্ছে।
এদিকে ফুলকপি ও পাতাকপি ৩৫ থেকে ৪০ টাকা দর উঠেছে। পাইকারি বাজারে এর দাম পড়ছে ২৫ থেকে ৩০ টাকা। কাঁচকলাও বিক্রি হচ্ছে ৩০ টাকা হালি, পাইকারি বাজারে যার দাম পড়ছে ১৫ থেকে ২০ টাকা। মূলা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি, পাইকারিরী দাম ১৫ থেকে ২০ টাকা।
শুধু সবজিই নয়, শাকের বাজারও চড়া। পুঁই শাক আঁটিতে ৩০ টাকা, পাট ২০ টাকা, লাউ ৩০ টাকা, লাল শাক ১৫ থেকে ২০ টাকা, মূলা শাক ১৫ থেকে ২০ টাকা, কঁচু পাতা ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে কাঁচা মরিচের দাম কমছেই না। দেশি মরিচ কেজি প্রতি ২শ’ আর ভারতীয় মরিচ ১৬০ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দেশি মরিচ ১৮০ টাকা আর ভারতীয় মরিচ ১৪৫ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
কাজীপাড়া বাজারের সবজি বিক্রেতা মনির হোসেন বাংলানিউজকে বলেন, এক সপ্তাহ থেকে সব শাক সবজির দাম বেশি। গত শুক্রবারের আগে দাম কম ছিল। কিন্তু যে বৃষ্টিটা হলো, তাতে ব্যাবসায়ী ব্যাপক লোকসান করেছে। তাই এখন সেটা পুষিয়ে নিচ্ছে। কারওয়ান বাজারেই পাইকারি দর বেশি। আমাগো তেমন লাভ থাকে না।
কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা কামাল হোসেন বলেন, চাষিরা বৃষ্টিতে গেল হপ্তা লস করছে। পানিতে মাল পইচ্চা আমরাও দরা খাইছি। অহনে দাম বেশি যাইতাছে। এক হপ্তা দাম কমই ছিল।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
ইইউডি/এমজেএফ