শুক্রবার (২৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কমলনগর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
খোরশেদ আলম কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের চর মার্টিন এলাকার মৃত আবদুল মুনাফের ছেলে। তিনি দক্ষিণ চর কালকিনি হাজী ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুজ্জামান জানান, শুক্রবার সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়ার বেড়িতে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মালমাহী পিকাআপ ধাক্কা দিলে তিনি আহত হন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে নেওয়া হয় নোয়াখালী হাসপাতালে। রাতে সেখানে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আইএ