এ বছর সৈয়দপুরের ৩টি কেন্দ্রে ৩৭টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ১১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
কেন্দ্রগুলো হচ্ছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয় ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
অপরদিকে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ১৬টি মাদ্রাসার ৭৩২ জন পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেবে।
এ বছর পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের জন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে। নইলে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
আরএ