শনিবার (২৮ অক্টোবর) ক্যাম্পের ৪৫তম দিনেও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে রোহিঙ্গাদের চিকিৎসা দিতে যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর একটি দল।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রতিদিনের ন্যায় চিকিৎসা সেবা ছাড়াও বিনামূল্যে ওষুধ, খাবার স্যালাইন, ওয়াটার পিউরিফাই ট্যাবলেট, জীবানুনাশক সাবান ও হাই প্রোটিন বিস্কুট বিতরণ করা হয়।
ড্যাব এর এই কার্যক্রম আজ যথারীতি সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।
বিএনপি’র সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম যৌথভাবে পরিচালনা করছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা।
এছাড়া, চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার জেলা এবং বান্দরবান জেলা শাখাও এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।
বিএনপি’র সার্বিক তত্ত্বাবধানে ড্যাব পরিচালিত আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পে ড্যাব মহাসচিব ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে ডা. নাসরিন সুলতানা, ডা. মো. রাকিবুজ্জামান, ডা. আব্দুল কাদের সজীব, ডা. মাহবুবুর রহমান প্রমুখ চিকিৎসকরা রোহিঙ্গা শরণার্থীদেরকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ, খাবার স্যালাইন, ওয়াটার পিউরিফাই ট্যাবলেট, জীবানুনাশক সাবান ও হাই প্রোটিন বিস্কুট বিতরণ করেছেন।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বিএস