ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা: সিনিয়র-জুনিয়র বিতর্ককে কেন্দ্র করে রাজধানীর চকবাজার এলাকার চাঁদনী ঘটে ছুরিকাঘাতে হাসান (১৬) নামে এক স্কুলছাত্রে মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ওই শিক্ষার্থীর বাবা মো. আলী বাংলানিউজকে জানান, পরিবার নিয়ে লালবাগ এলাকার পোস্তায় থাকেন।

তার ছেলে স্থানীয় একটি স্কুলের এবার জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) পরীক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২৭ অক্টোবর) ওই এলাকায় শিশু হাসপাতালের গলিতে সিনিয়র-জুনিয়র বিতর্ককে কেন্দ্র আলীসহ তিন-চারজন মিলে হাসানের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।