শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে বগুড়া শহর থেকে মোটরসাইকেলযোগে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে কনস্টেবল বেলাল হোসেন কর্মস্থল শেরপুর থানার উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে ওই উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বিপরীতমুখি মালবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমবিএইচ/এসআরএস