ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন (৩৫) নামে এক পুলিশ কসস্টেবল নিহত হয়েছেন। কনস্টেবল নম্বর- ২০৪।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে বগুড়া শহর থেকে মোটরসাইকেলযোগে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে কনস্টেবল বেলাল হোসেন কর্মস্থল শেরপুর থানার উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে ওই উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বিপরীতমুখি মালবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমবিএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।