শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়মে (বিডি) এসে শেষ হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ইএসডিও নির্বাহী পরিচালক ডা. শহীদুজ্জামান। এসময় রাজনীতিবিদ ও জেলার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মাদকবিরোধী, বাল্যবিয়ে, জঙ্গি নির্মূল, এ সব বিষয়ে আলোচনা হয়। এদিকে, আলোচনা চলাকালীন বিনামূল্যে রক্তদান কর্মসূচিও পালন করা হয়।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
আরএ