ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে স্কাউটসের ইমেজ ব্রান্ডিং ও মার্কেটিং ওয়ার্কশপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বাগেরহাটে স্কাউটসের ইমেজ ব্রান্ডিং ও মার্কেটিং ওয়ার্কশপ বাগেরহাটে স্কাউটসের ইমেজ ব্রান্ডিং ও মার্কেটিং ওয়ার্কশপ

বাগেরহাট: বাগেরহাটে বাংলাদেশ স্কাউটসের ইমেজ ব্রান্ডিং ও মার্কেটিং বিষয়ক জেলা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট জেলা শাখার আয়োজনে শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় শহরের শহীদ মিনার এলাকার জেলা স্কাউটস ভবনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটসের কার্যক্রমকে গতিশীল ও জনসাধারণের মধ্যে স্কাউটসের ধারণা পৌঁছে দেয়ার লক্ষ্যে জনসংযোগ ও মার্কেটিং বিভাগ এ ওয়ার্কশপ পরিচালনা করে।

ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং) সরওয়ার মো. শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন স্কাউটসের খুলনা অঞ্চলের সহ-সভাপতি হায়দার আলী বাবু।

বাগেরহাট জেলা সম্পাদক সফিক সোহাগের সঞ্চালনায়, বাগেরহাট জেলা কশিনার আসাদুল কবির, সহকারী কমিশনার এনিলা নাসির, শেখ শাকির হোসেন, মো. আব্দুল খালেক, প্রদীপ মণ্ডলসহ বাগেরহাট জেলায় অর্ধ শতাধিক সহকারী কমিশনার এ ওয়ার্কশপে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।